ব্যুরো নিউজ, ৩ সেপ্টেম্বর: অন্যায়ের প্রতিবাদ করায় জখম! সন্ধ্যা নামলেই দ্রুত গতির মটর বাইকের দাপা দাপি। প্রতিবাদ জানালে, বাইক বাহিনীর হাতেই আক্রান্ত ও শ্লীলতাহানির শিকার এক মহিলা। মেরে চোখের উপরের অংশ ফাটিয়ে দেওয়া হয় এক প্রতিবাদী যুবকের। রক্তাক্ত অবস্থায় আহত যুবক কালনা সুপার স্পেশালিটি হাস্পাতালে চিকিৎসাধীন। আভিযোগ, ঘটনায় নীরব কালনা থানার পুলিশ।

চাষে গতি আনতে প্রচেষ্টা

মানুষকে সচেতন করতে পূর্ব বর্ধমানজুড়ে ‘সেভ ড্রাইভ, সেভ লাইফ’ এই বিজ্ঞাপন দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে চলেছে সরকার। এই বিজ্ঞপ্তির তোয়াক্কা না করেই সন্ধ্যা নামলেই বেপরোয়া দ্রুতগতির মোটর বাইক দাপাতে শুরু করে কালনা শহর ও শহর এলাকাজুড়ে। এই বেপরোয়া গতির বিরুদ্ধে প্রতিবাদ করায় মদ্যপ বাইক বাহিনীদের হাতে আক্রান্ত হন কালনার আমলা পুকুর পাড়ার এক যুবক। কোলে এক বছরের সন্তানকে নিয়ে দাদাকে বাঁচাতে গিয়ে বাইক বাহিনীর হাতে আক্রান্ত ও শ্লীলতাহানির শিকার হন এক মহিলা। মেরে চোখের উপরের অংশ ফাটিয়ে দেয় প্রতিবাদী যুবকের। সঙে সঙে স্থানীয়রা ছুটে আশায় বাইক ফেলে চম্পট দেয় বাইক বাহিনী।

ঘটনাস্থলে আসে কালনা থানার পুলিশ। ঘটনায় বিক্ষোভ দেখায় স্থানীয়রা। রক্তাক্ত অবস্থায় আহত যুবককে কালনা সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়। কালনার আমলা পুকুর পাড়া এলাকার ঘটনা। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর