ব্যুরো নিউজ, ২৮ অক্টোবর: অনুব্রতর পর গরু পাচার মামলায় CBI-এর নজরে কে?
অনুব্রত মণ্ডলের পর গরু পাচার মামলায় CBI-এর নজরে আরও এক প্রভাবশালী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে উত্তর ২৪ পরগণার এক প্রভাবশালী বিধায়ক। মনে করা হচ্ছে, এবার সেই বিধায়কেও তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
পুর নিয়োগ মামলাতে চেয়ারম্যান গোপাল সাহাকে জিজ্ঞাসাবাদ
কয়েকদিন আগেই উত্তর ২৪ পরগণার স্বরূপ নগরে কেন্দ্রীয় সংস্থা তদন্তে গিয়েছিল। এবার সেই বিধায়কের বিরুদ্ধে তথ্য প্রমান জোগাড় করতে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খুব শীঘ্রই সেই বিধায়ককে তলব করতে পারে CBI, এর আইনি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে CBI সূত্রে।
গরু পাচার মামলায় বীরভূম, মুর্শিদাবাদের নাম উঠলেও এখনও উত্তর ২৪ পরগণার নাম আসেনি সেই তালিকায়। যদিও উত্তর ২৪ পরগণার সীমান্তবর্তী এলাকা বনগাঁ, স্বরূপনগর, বসিরহাট গরু পাচারকারীদের স্বর্গ রাজ্য বলেই পরিচিত।
প্রসঙ্গত, স্বরূপনগরের বারিক বিশ্বাসকে গ্রেফতার করেছে রাজ্য গয়েন্দা সংস্থা CID, জানা গেছে সেই বিধায়ক খুবই প্রভাবশালী। এমনকি সোনা পাচারকারদের সঙ্গেও যোগ রয়েছে তাঁর। এবার সেই প্রভাবশালী বিধায়কের বিরুদ্ধে তদন্তে নেমেছ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইভিএম নিউজ