ব্যুরো নিউজ, ৯ জানুয়ারি: অতি সঙ্কটজনক অবস্থায় উস্তাদ রাশিদ খান | রয়েছেন ভেন্টিলেশনে
বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীত শিল্পী রাশিদ খান। দক্ষিণ কলকাতার এক বেসরকারী হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়।
‘সন্দেশখালির সম্রাটে’র সন্ধানে ইডি-র হাই প্রোফাইল বৈঠক
দীর্ঘদিন প্রস্টেট ক্য়ানসারে আক্রান্ত ছিলেন রাশিদ খান। তাঁর স্ট্রোকও হয়। তারপর থেকেই হাসপাতালে রয়েছেন তিনি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাশিদ খানের শারীরিক অবস্থা আগের থেকে আরও অবনতি হয়েছে। ডাক্তারি পরিভাষায় যেটাকে বলা হয় ‘অতি সঙ্কটজনক’। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) রয়েছেন রাশিদ খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ার কারণে ভেন্টিলেশনে রাখা হয়েছে তাঁকে।
তবে আশার আলো দেখছেন চিকিৎসকেরা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন গায়ক। বছরের শুরুতে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছিল। রাইস টিউবে তাঁকে খাওয়ানোও হয়। ধীরে ধীরে সুস্থও হয়ে উঠছিলেন রাশিদ খান। কিন্তু হঠাৎই অবস্থার অবনতি হয়।