জলের

ব্যুরো নিউজ, ১৯ ডিসেম্বর: অতিবৃষ্টির জেরে জলের তলায় তামিলনাড়ু

অতিবৃষ্টির জেরে কার্যত তামিলনাড়ুর দক্ষিণের জেলাগুলি বন্যার কবলে কবলিত। জলের তলায় চলে গিয়েছে তামিলনাড়ুর একের পর এক শহর ও গ্রাম। কোথাও গলা সমান, তো কোথাও বুক সমান জল। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছে গিয়েছে যে, সেনা, বায়ুসেনা ও উপকূলরক্ষী বাহিনীরও সাহায্য নেওয়া হচ্ছে। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে কথা বলে বন্যা কবলিত এলাকাগুলির জন্য উদ্ধারকারী আরও হেলিকপ্টার মোতায়েনের আর্জি জানিয়েছেন। উপকূলরক্ষী বাহিনী ৬ টি উদ্ধারকারী দল মোতায়েন করেছে। সঙ্গে হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি ও উদ্ধারের কাজও চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। সেনাও সমানতালে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। স্তব্ধ হয়ে গিয়েছে তুতিকোরিন বিমানবন্দর। গ্রাম ও শহরগুলিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। কোথাও কোথাও স্তব্ধ রাখা হয়েছে মোবাইল পরিষেবাও।

ভয় বাড়াচ্ছে কোভিড! করোনায় ১ দিনে ৫ জনের মৃত্যু

মুখ্যমন্ত্রী স্ট্যালিন জানিয়েছেন, সবচেয়ে ভয়ানক অবস্থা রাজ্যের দক্ষিণ প্রান্তের। দক্ষিণের জেলাগুলিতে গ্রামের পর গ্রাম জলের তলায় তলিয়ে গিয়েছে। বহু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দক্ষিণের এই জেলাগুলিতে এক বছরের বৃষ্টি এক দিনে হয়েছে। স্বাভাবিক ভাবেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে ওই জেলাগুলিতে। তিনি জানান, তিরুনেলভেলি ও থোত্তুকুড়িতে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে। শুধুমাত্র কায়ালপত্তিনমেই সোমবার বৃষ্টি হয়েছে ৯৪০ মিলিমিটার। শ্রীলঙ্কার কাছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে। যার ফলে ১৭ ও ১৮ ডিসেম্বরে অতি ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণের জেলাগুলিতে। এর ফলে তিরুনেলভেলি ও থোত্তুকুড়ি জলমগ্ন হয়ে পড়েছে। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর