অরূপ পালঃ অঙ্কের বিচারে ক্ষীণ আশা থাকলেও কার্যত আই এস এল জয়ের সম্ভাবনা নেই মোহনবাগানের। কয়েক দিন আগে আইএসএল টুর্নামেন্টে শীর্ষ স্থানে ওঠার কথা বললেও এখন তা কার্যত দুরস্ত এটিকে মোহনবাগান কোচ হুয়ান ফেরান্দোর কাছে। শেষ ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরু এফ সি র কাছে হারের পর মোহনবাগানের দ্বিতীয় স্থান পাওয়াও এক অর্থে অসম্ভব গিয়েছে।ষোল ম্যাচে সাতাশ পয়েন্ট সংগ্রহ ফেরোন্দোর দল আপাতত পয়েন্টস টেবিলের পাঁচ নম্বরে।স্বাভাবিক ভাবেই বাগান শিবিরে এখন নীরবতা। দলের পারফরম্যান্সের পাশাপাশি লিস্টন কোলাসোর অফ ফর্ম নিয়েও বেশ চিন্তিত বাগান কোচ।

চলতি আই এস এল টুর্নামেন্টে ষোলো ম্যাচে লিস্টনের গোল সংখ্যা মাত্র একটি।সময়টা একেবারেই ভাল যাচ্ছেনা জাতীয় দলের তারকার।গত মরসুমে বাইশ ম্যাচে লিস্টনের গোল সংখ্যা ছিল আট। বেঙ্গালুরু ম্যাচে হারলেও তা নিয়ে বেশি চিন্তিত নন বাগান কোচ।‌ বরং বেঙ্গালুরু এফ সি ম্যাচের হার ভুলে জামশেদপুর এফ সি ম্যাচে জয়ের সরণিতে ফেরাই টার্গেট ফেরেন্দোর।‌বুধবার বিকেলে মোহনবাগান মাঠে অনুশীলন সেরে বিকেলের ট্রেনে জামশেদপুরে উদ্দেশে রওনা দিয়েছে দল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর