ইভিএম নিউজ ব্যুরো, ১১ এপ্রিলঃ মঙ্গলবার শহর কলকাতায় ফের ভয়াবহ অগ্নিকান্ড। গড়িয়ার ব্রহ্মপুরে কাঠ গুদামে লাগলো আগুণ। আগুনের ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে পৌঁছয় মোট ১৫ টি ইঞ্জিন। ভিতরে বহু দাহ্য পদার্থ থাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আগুণ গোটা এলাকা জুড়ে।
সূত্রের খবর, সকাল সাড়ে ১০টা নাগাদ ব্রহ্মপুরের ওই কাঠের গুদামে আগুন লাগে। প্রচুর কাঠ মজুত থাকায় দাউদাউ করে জ্বলে ওঠে গুদাম। আশেপাশে অনেক বাড়ি ও দোকান থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘনবসতি পূর্ণ এলাকা হওয়ায় স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। আগুনের তীব্রতায় অন্য পাশের আবাসনের একের পর এক জানলার কাচ ভেঙে গিয়েছে। আতঙ্কে বাড়ি খালি করে নীচে নেমে এসেছেন বাসিন্দারা। স্থানীয় মানুষের অভিযোগ, দমকলের ইঞ্জিন পাঠাতে বেশ কিছুটা দেরি হয়। এলাকায় গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ঘটনাস্থলে পৌঁছন মন্ত্রী অরূপ বিশ্বাস । (EVM News)