অক্টোবর

রাজীব ঘোষ, ২৪ সেপ্টেম্বর: অক্টোবর থেকেই বদলে যাচ্ছে বহু নিয়ম | না জানলে সমস‍্যায় পড়বেন

শেষ হতে চলেছে সেপ্টেম্বর মাস।  সামনেই অক্টোবর। এরপরই শুরু হয়ে যাবে উৎসবের মরশুম। দুর্গাপূজো, লক্ষ্মীপূজো, কালীপুজো, ভাইফোঁটা থেকে শুরু করে আরও একাধিক উৎসব রয়েছে। আর এই অক্টোবর মাসেই বদলে যেতে চলেছে আর্থিক ক্ষেত্রের বহু নিয়ম (Financial Rules Changed in October) যা না জানলে পড়বেন চরম সমস্যায়।

টাকাপয়সার লেনদেন করা যাবে টুইটার তথা X হ‍্যান্ডেলে

আগামী ১ অক্টোবর থেকেই দেশের আর্থিক ক্ষেত্রে ব্যাঙ্ক, শেয়ার মার্কেট, ভ্রমণ সংক্রান্ত নিয়ম, পরিচয় পত্র থেকে শুরু করে ব্যাঙ্কিং ক্ষেত্রে বহু বদল আসতে চলেছে। একবার দেখে নেওয়া যাক, কোন কোন ক্ষেত্রে কী কী বদল ঘটবে?

Mutual Fund: এবার মিউচুয়াল ফান্ড ইনভেস্টরদের নমিনি বাধ্যতামূলক করা হয়েছে। Dmat ও Trading Account ছাড়াও মিউচুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের জন্য SEBI ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। যদি নমিনির নাম না দিয়ে থাকেন তাহলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। আর লেনদেন চলবে না।

D-mat and Trading Account: এই অ্যাকাউন্টেও নমিনেশন বাধ্যতামূলক করেছে SEBI এর জন্য ৩০ সেপ্টেম্বর সময়সীমা দেওয়া হয়েছে। তা না করলে ১ অক্টোবর থেকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। যার ফলে বিরাট সমস্যার মুখে পড়বেন।

Savings Account Rules: সমস্ত অ্যাকাউন্টেই আধার এখন বাধ্যতামূলক করা হয়েছে। SSY, PPF, পোস্ট অফিসের যে কোনও স্কিমের সব অ্যাকাউন্টে আধার লিঙ্ক করতেই হবে। আর তা না হলে ১ অক্টোবর থেকে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে।

Birth Certificate for Identity : ১ অক্টোবর থেকে স্কুল কলেজে ভর্তি থেকে শুরু করে সরকারি বিভিন্ন কাজের নিয়মে পরিবর্তন আনছে সরকার। ভোটার লিস্টে নাম তোলা থেকে শুরু করে আধার রেজিস্ট্রেশন, বিয়ের রেজিস্ট্রেশন, সরকারী চাকরির আবেদন, সমস্ত কিছুর জন্যই বার্থ সার্টিফিকেট বা জন্ম শংসাপত্রের প্রয়োজন হবে।

TCS Rules Change: এবার যদি বিদেশে ভ্রমণ করতে চান বা তার কোনও পরিকল্পনা করেন, তাহলে ৫ শতাংশ টিসিএস দিতে হবে। ৭ লাখ টাকার কম ট্যুর প্যাকেজ নিলে ৫ শতাংশ TCS দিতে হবে। আর এর ঊর্ধ্বের মূল্যের ট্যুর প্যাকেজের জন্য ২০ শতাংশ টিসিএস দিতে হবে। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর