চাষিদের

ব্যুরো নিউজ, ৮ ডিসেম্বর: অকাল বৃষ্টি | চাষিদের কপালে চিন্তার ভাঁজ 

চলছিল ধান কাটা। গম ও সর্ষে বোনা। এপর্যন্ত সবই ঠিকঠাক ছিল। হঠাৎ করে নিম্নচাপের ফলে নামলো বৃষ্টি। ফলে বিঘার পর বিঘা ধান নষ্টের মুখে। এই সময় আমন ধান কাটা চলছিল। কাটা ধান পড়ে রয়েছে জমিতে। কোথাও ধান তোলা হয়েছে খামারে । কিন্তু বৃষ্টির জেরে মাড়াই করা হলো না।

নিম্নচাপে চাপ বাড়ছে চাষিদের

পশ্চিমবঙ্গ তথা ঝাড়খণ্ডের কিছু অংশে চাষিরা এই বৃষ্টির জেরে পড়েছে বিপাকে। একদিকে ধান কাটা, অন্যদিকে আবার গম ও সর্ষে বোনার সময়। চাষীদের মতে দু চার দিনের মধ্যে যে সব গম জমিতে ছড়ানো হয়েছে, এই বৃষ্টির ফলে সেগুলো পচে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর তাতে গমের চারা ঠিকঠাক আর বেরোবে না।

অন্যদিকে যে ধান জমিতে পড়ে আছে, সেই তা অসময়ে জল পাওয়ার ফলে পচে অথবা পোকা ধরে যাবে। এর ফলে ধানের ফলন প্রচুর পরিমাণে কমে যাবে।

 

ফারাক্কার পশ্চিম পাড়ের বাহাদুরপুরের তিলডাঙ্গা, ও ঝাড়খণ্ডের বারহারওয়া গুমানি পাকুর এলাকায় গতবছর অনাবৃষ্টির ফলে চাষিরা সেরকমভাবে ধান পায়নি। এবার  আবহাওয়া ভালো থাকায় চাষিরা আশায় বুক বেঁধেছিল। এবার তাদের ধানের ফলন বেশ ভালো হবে। সবই ঠিকঠাক ছিল। হঠাৎই শেষ মুহূর্তে সব ওলটপালট করে দিল এই নিম্নচাপের বৃষ্টি। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর