সর্বকনিষ্ঠ দাবা বিশ্বচ্যাম্পিয়ন

ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:মাত্র ১৮ বছর বয়সে ইতিহাস তৈরি করলেন চেন্নাইয়ের তরুণ দাবাড়ু ডি গুকেশ। সিঙ্গাপুরে অনুষ্ঠিত দাবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার চীনের ডিং লিরেনকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন তিনি। এই জয় শুধু গুকেশকে খ্যাতি এনে দিল না সঙ্গে দিল বিশাল আর্থিক পুরস্কারও।

সলমন খানের সঙ্গে রশ্মিকা মন্দনার নতুন জুটিঃ আপ্লুত অভিনেত্রী কি বললেন?

কত টাকা জিতলেন গুকেশ?


বিশ্ব চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ছিল ২৫ লক্ষ ডলার। প্রতি ক্ল্যাসিকাল ম্যাচ জয়ের জন্য দেওয়া হয় ২ লক্ষ ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি ৬৯ লক্ষ টাকা। গুকেশ এই টুর্নামেন্টে মোট তিনটি ম্যাচ জিতে ৬ লক্ষ ডলার অর্থাৎ প্রায় ৫ কোটি ৭ লক্ষ টাকা উপার্জন করেন।এ ছাড়াও চ্যাম্পিয়নশিপের মোট পুরস্কার থেকে ১৫ লক্ষ ডলার দুই প্রতিযোগীর মধ্যে ভাগ করা হয়। এতে গুকেশের মোট প্রাপ্তি দাঁড়ায় ১৩.৫ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ১১ কোটি ৪৫ লক্ষ টাকা। অন্যদিকে লিরেন পান ৯ কোটি ৭৫ লক্ষ টাকা।বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পথে কালো ঘুঁটিতে খেলছিলেন গুকেশ। দাবার নিয়ম অনুযায়ী, সাদা ঘুঁটি নিয়ে খেললে কিছুটা এগিয়ে থাকার সুযোগ থাকে। কিন্তু গুকেশ প্রমাণ করলেন নিজের দক্ষতা। এর আগে কালো ঘুঁটি নিয়ে লিরেনকে হারানোর অভিজ্ঞতা ছিল তার আর এটা তাঁকে আত্মবিশ্বাস জোগায়। বৃহস্পতিবার জয়ের মুহূর্তে আবেগ ধরে রাখতে না পেরে কেঁদে ফেলেন গুকেশ।

বছরের শেষ পূর্ণিমায় সূর্যের গোচরে আসবে এই তিন রাশি, পাবেন বিশেষ সুবিধা

গুকেশের এই জয় একাধিক দিক থেকে ঐতিহাসিক। ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন কিংবদন্তি গ্যারি ক্যাসপারভ। তার সেই রেকর্ড ভেঙে গুকেশ হলেন সর্বকনিষ্ঠ দাবার বিশ্বচ্যাম্পিয়ন। বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসাবে এই খেতাব অর্জন করলেন তিনি।গুকেশের এই অসাধারণ অর্জন শুধু ভারতের গর্বই নয়, দাবার জগতে নতুন যুগের সূচনা।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর