ব্যুরো নিউজ,১৩ ডিসেম্বর:আইপিএল ২০২৪ নিলামে অনেক চমক ছিল, তবে একটির দিকে সবার নজর ছিল, আর তা হল ঋষভ পন্থের নিলাম। দিল্লি ক্যাপিটালসের প্রাক্তন অধিনায়ক পন্থকে কিনতে চেয়েছিল তারা, কিন্তু শেষ মুহূর্তে ২৭ কোটি টাকা দিয়ে তাকে কিনে নেয় লখনউ সুপার জায়ান্টস। লখনউয়ের মালিক সঞ্জীব গোয়েন্কা নিজের পরিকল্পনা সম্পর্কে জানালেন এবং বললেন, কীভাবে তারা দিল্লির হাত থেকে পন্থকে ছিনিয়ে নিয়ে দলভুক্ত করেছিলেন।
নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় বড় স্বস্তি পেলেন শ্রীলঙ্কার তারকা উইকেটকিপার নিরোশন ডিকওয়েলা
পন্থ দলভুক্ত
পন্থের জন্য দিল্লি ক্যাপিটালস ২৬ কোটি ৫০ লাখ টাকা দিতে রাজি ছিল, কিন্তু লখনউ জানতো যে পন্থকে নিজেদের দলে ফেরত নেওয়ার জন্য দিল্লি প্রস্তুত। এই পরিস্থিতি দেখে গোয়েন্কা সিদ্ধান্ত নেন যে তিনি আরও এক ধাপ এগিয়ে যাবেন। তিনি বলেন, “আমি জানতাম যে পন্থ আমাদের দরকার, এবং পন্থকে না পেলে আমাদের দল ভারসাম্যহীন হতে পারত। তাই ২৫ থেকে ২৭ কোটি টাকার মধ্যে খরচ করতে রাজি ছিলাম।” নিলামের আগে পন্থের প্রাথমিক দর ছিল ২০.৭৫ কোটি টাকা, কিন্তু দিল্লি তাকে নিজেদের দলে রাখতে চেয়েছিল। আরটিএম (রাইট টু ম্যাচ) কার্ড ব্যবহার করে তারা পন্থকে ফিরিয়ে নিতে চেয়েছিল। এই মুহূর্তে লখনউ তাদের বাজেট নিয়ে এগিয়ে যায় এবং ২৭ কোটি টাকায় পন্থকে দলভুক্ত করে।
বায়ুদূষণের গ্রাসে ভারতঃ শ্বাসকষ্টে বিপন্ন প্রাণ, বিশেষজ্ঞদের সতর্কবার্তা জানুন
গোয়েন্কা বলেন, “দিল্লি মরিয়া হয়ে উঠেছিল। তাদের মনোভাব দেখে আমি বুঝতে পারছিলাম, তারা পন্থকে ফেরত নিতে চাইছিল। তাই আমি এক ধাপ আরও এগিয়ে গিয়ে ২৭ কোটি টাকা বলেছিলাম।” গোয়েন্কা আরও বলেন, “যদি পন্থ না পেতাম, তাহলে আমাদের দল এমন কোনো ভারতীয় ব্যাটার পেত না, যে ইনিংস টেনে নিয়ে যেতে পারবে। পন্থ এমন একজন খেলোয়াড়, যার ওপর পুরো দল নির্ভর করতে পারবে।”