ব্যুরো নিউজ,১৮ জানুয়ারি:আরজি কর মেডিক্যাল কলেজের চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছে আদালত। গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে ওই মহিলা চিকিৎসকের মরদেহ উদ্ধার হয়, এবং তার পরদিনই সঞ্জয়কে গ্রেফতার করে টালা থানা পুলিশ। সিসিটিভি ফুটেজে সঞ্জয়ের ওই সেমিনার হল-এ ঢোকা এবং বেরোনোর দৃশ্য পাওয়া যায়, যা তদন্তকারীদের কাজে আসে।
কোমর ও পিঠের ব্যথা থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হল এই আসন।অভ্যাস করুন আজ থেকেই
দোষী সাব্যস্ত সঞ্জয় রায়
ঘটনার পর সিবিআই তদন্ত শুরু করে এবং সঞ্জয়কে একমাত্র অভিযুক্ত হিসাবে চিহ্নিত করে। ভারতীয় দণ্ডবিধির ৬৪ (ধর্ষণ), ৬৬ (ধর্ষণের পর মৃত্যু) এবং ১০৩ (১) (খুন) ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। গত বছরের ১১ নভেম্বর বিচারপ্রক্রিয়া শুরু হয়, এবং দীর্ঘ ১৬২ দিন পর অবশেষে রায় ঘোষণা করার দিনটি এসেছে।বিচারক অনির্বাণ দাস জানান, ১২টার পরবর্তী সময়ে আদালত রায় ঘোষণা করবে। সঞ্জয়ের বিরুদ্ধে এই মামলায় সিবিআই এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে বিচারকের দৃঢ় সিদ্ধান্ত এসেছে। সঞ্জয়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের শাস্তির সম্ভাবনা রয়েছে বলে বিচারক জানিয়েছেন। যদিও রায় ঘোষণার পর সঞ্জয় তার নিজের দোষ অস্বীকার করে বলেন, ‘‘আমি কিছু করিনি, আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, একবার আমার কথা শুনুন।’’
মহাকুম্ভ মেলায় নাগা সাধুদের তাণ্ডব? কুম্ভ বিরোধী প্রচারের বিরুদ্ধে ক্রোধ
এদিকে, নির্যাতিতার বাবা আদালতে উপস্থিত হয়ে বিচারকের উদ্দেশে বলেন, ‘‘আপনার উপর যে আস্থা ছিল, তার পূর্ণ মর্যাদা দিয়েছেন।’’ বিচারক দাস নির্যাতিতার বাবার কথার উত্তর দেন, ‘‘সোমবার আসুন, রায় ঘোষণা করা হবে।’’এখন সবাই তাকিয়ে আছেন সোমবারের রায় ঘোষণার দিকে, যখন সঞ্জয়ের ভবিষ্যৎ নির্ধারণ করা হবে।