বন্দে ভারত এক্সপ্রেস

নাশকতার ছক বন্দে ভারত এক্সপ্রেস, আতঙ্কে যাত্রীরা

ব্যুরো নিউজ ১৩ নভেম্বর :ওড়িশায় ঘটে যাওয়া একটি চাঞ্চল্যকর ঘটনায় অল্পের জন্য বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে বন্দে ভারত এক্সপ্রেস এবং একটি মালবাহী ট্রেন। সোমবার রাতে টিটলাগড়-রায়পুর সেকশনের নওয়াপাড়া ও খারিয়ার রোড স্টেশনের মধ্যবর্তী স্থানে রেললাইনের উপর রাখা ছিল বড় বড় পাথর। এছাড়া লাইনের একাংশ ভাঙা অবস্থায় ছিল। এমনকি প্যান্ডল ক্লিপও খোলা অবস্থায় পাওয়া যায় যা নাশকতার সম্ভাবনা বাড়িয়ে তুলেছে বলে অনুমান করা হচ্ছে।

হোয়াটসঅ্যাপ নতুন ভার্সনে ‘গ্রিন স্ক্রিন’ সমস্যা, ক্ষুব্ধ ইউজাররা

চালকদের বুদ্ধিমত্তায় রক্ষা প্রায় হাজার যাত্রীর প্রাণ

দীর্ঘ অপেক্ষার পর শিক্ষকতার স্বপ্নপূরণ, নিয়োগপত্র হাতে পেলেন বহু প্রার্থী

ওই সময় ডাউন লাইনে থাকা মালগাড়ির চালক দূর থেকে পাথরগুলি দেখতে পেয়ে জরুরি ব্রেক কষেন এবং ট্রেনটি থামান। তিনি দ্রুত স্থানীয় স্টেশনে খবর পাঠান। অন্যদিকে বন্দে ভারত এক্সপ্রেস মাত্র ১৪ কিলোমিটার দূরে ছিল। স্টেশন থেকে খবর পাওয়া মাত্রই বন্দে ভারতের চালক জরুরি ব্রেক কষে ট্রেনটি থামান।

৭৭ বছরের পুরনো রাজকীয় কেকের এক টুকরো, দাম আড়াই লক্ষ টাকা!

রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যদি মালগাড়ির চালক সতর্কতা না দেখাতেন তবে দু’টি ট্রেন মুখোমুখি সংঘর্ষের মুখে পড়তে পারত। ইতিমধ্যেই টিটলাগড় থানায় অজ্ঞাতনামা দুষ্কৃতীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। দুই ট্রেনের চালকের তাৎক্ষণিক বুদ্ধিমত্তা ও সাহসিকতার জন্য রেল কর্তৃপক্ষ তাদের পুরস্কৃত করেছে।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর