দুর্ঘটনার কবলে সৌগত রায়ের গাড়ি | পেছন থেকে ধাক্কা মারে ম্যাটাডর
ব্যুরো নিউজ, ৭ এপ্রিল: প্রচার সেরে ফিরছিলেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। আর সে সময়ই ঘটল বিপদ। শনির সন্ধ্যায় দুর্ঘটনার কবলে পড়ে সৌগত রায়ের গাড়ি। মোদির কাছে দেশ না বেচার গ্যারান্টি চাইলেন মমতা সোদপুরের এইচবি টাউনের কাছেই দুর্ঘটনার কবলে পড়ে সৌগত রায়ের গাড়ি। জানা যায়, পেছন থেকে একটি ম্যাটাডর এসে ধাক্কা মারে তার গাড়িতে। আর সেই গাড়ির ভিতরেই