
টাকার দায়েই নিলামে উঠল প্রায় শ’খানেক গির্জা! কোন দেশে এই অবস্থা?
ব্যুরো নিউজ, ২ জুলাই : নিলামে উঠছে প্রায় শ’খানেক গির্জা। এই গির্জাগুলির মধ্যে বেশ কয়েকটি প্রায় ৫০০ বছরেরও বেশি পুরনো। জানা গিয়েছে, টাকার অভাবে রোজকার কাজকর্ম আর চালানো সম্ভব হছে না। তাই ওই গির্জাগুলি নিলামের সিদ্ধান্ত নিল ঐতিহাসিক প্রেসবিটেরিয়ান চার্চ অফ স্কটল্যান্ড। সলমন খানকে খুন করতে পাকিস্তানের একে-৪৭! ২৫ লাখের সুপারি! প্রেসবিটেরিয়ান মতে বিশ্বাসী খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের কাছে চার্চ অফ