
২৪০০ বছরের পুরনো বিশ্বের সর্বপ্রথম আধুনিক টয়লেটের হদিশ মিলল চিনে
ইভিএম নিউজ ব্যুরো, ২৮ ফেব্রুয়ারিঃ বর্তমানে কমোড টয়লেটের ব্যবহার তো সকলেই করেন। তবে কমোডের সর্বপ্রথম ব্যবহার হয়েছিল চিনের জিয়ান শহরে। ২৪০০ বছর পুরনো বিশ্বের প্রথম আধুনিক শৌচাগার খুঁজে পেয়েছিলেন চিনা প্রত্নতত্ত্ববিদরা । আর যেটির ব্যবহার করেছিলেন রানী এলিজাবেথ। ম্যানুয়াল টয়লেটটি ইউয়েয়াং-এর একটি প্রাসাদের ধ্বংসাবশেষে আবিষ্কৃত হয়েছিল যা গবেষকরা বিশ্বাস করেন যুদ্ধরত রাজ্যের সময়কাল (৪২৪ খ্রিস্টপূর্ব) এবং কিন রাজবংশের ( ২২১