
জম্মু-কাশ্মিরে মিলল অমূল্য খনির সন্ধান
ইভিএম নিউজ ব্যুরো, ১০ ফেব্রুয়ারিঃ ভারতে এই প্রথম খোঁজ মিলল লিথিয়ামের। বৈদ্যুতিক ব্যাটারি তৈরিতে যা অপরিহার্য। বৃহস্পতিবার কেন্দ্রীয় খনি মন্ত্রক ট্যুইট করে জানান, “জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হাইমান এলাকায় প্রথম লিথিয়াম ধাতুর খনি খুঁজে পেয়েছেন।” শুধুই লিথিয়াম খনি নয় এর সঙ্গে সোনার খনি সহ মোট ৫১ টি খনি এলাকার হদিশ পাওয়া গিয়েছে। যেগুলি রাজ্য সরকারকে