
লালগড় ব্লকের লক্ষীসাগর গ্রামে ঢালাই রাস্তার দাবীতে ভোট বয়কটের ডাক
অরূপ ঘোষ, ২৫ জুনঃ(Latest News) ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষীসাগর থেকে বেতকুন্দরি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পিচ রাস্তার দাবি তে ভোট বয়কট। মাটির রাস্তা ঢালাই করার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে প্রচার শুরু করল লক্ষীসাগর গ্রামের গ্রামবাসীরা। বেতকুন্দরি থেকে লক্ষীসাগর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন কোন মেরামত করা হয়নি । যার ফলে একটু বৃষ্টি হলেই মাটির ওই রাস্তা দিয়ে