
কুড়মি আন্দোলনের ‘মুখ’ মহিলারা
ব্যুরো নিউজ, ৮ মার্চ: ১০ মার্চ জমায়েতের ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। ঝাড়গ্রাম আগামী ১০ মার্চ হবে কুড়মি আন্দোলন। আর সেই আন্দোলনের মুখ মহিলারা। দেব-মিমির পর বিদায়ের সুর বাজালেন চিরঞ্জিত এদিকে সন্দেশখালিতে রণমূর্তি ধরেছে সেখানকার মহিলারা, ঝাঁটা, লাঠি যে যা হাতের কাছে পেয়েছেন তাই নিয়েই পথে নেমেছেন। আর তাদের সেই আন্দোলনের সাক্ষী থেকেছে রাজ্য-সহ গোটা দেশ। এবার কুড়মিদের সমাবেশ- আন্দোলনেও