
বাজারে পা রাখতে চলেছে ফিচারসে ঠাসা KTM 1390 Rally মোটর বাইক, চলবে রেষারেষি প্রতিযোগীতা
ব্যুরো নিউজ, ২২ মে : সম্প্রতি প্রকাশ্যে এসেছে আসন্ন KTM 1390 Rally-এর স্পাই শট। এর আগেই সম্পন্ন হয়েছে KTM 1490 অ্যাডভেঞ্চারের টেস্টিং রাইড। যদিও বর্তমান 1390 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে যেখানে এখন পর্যন্ত শুধুমাত্র ডিউক রয়েছে, আপনি এখানে যে টেস্ট বাইকটি দেখছেন সেটি KTM-এর 450 Rally বাইকের মতোই ডিজাইন থাকবে এবং সম্ভবত বর্তমান 1390 ডিউকের মতো একই মোটর প্যাক থাকবে।