
আজ থেকে জোকা-মাঝেরহাট মেট্রোতে দ্বিগুণ ট্রেন! পরিষেবা বৃদ্ধিতে নয়া উদ্যোগ মেট্রোর
ব্যুরো নিউজ ,৫ মে: জোকা-মাঝেরহাট মেট্রো রুটে আজ, সোমবার থেকে বড়সড় পরিবর্তন। যাত্রীদের দীর্ঘদিনের চাহিদা মেটাতে এই পথে ট্রেনের সংখ্যা দ্বিগুণ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এত দিন যেখানে দিনে ২২টি ট্রেন চলত, এখন থেকে চলবে ৪০টি ট্রেন। আপাতত পরিষেবার সময়সীমা বাড়ছে না দিঘার জগন্নাথধাম বিতর্কে মমতার গর্জন: ‘‘হিংসের ওষুধ হয় না!’’ নতুন সূচি অনুযায়ী, আপ ও ডাউন মিলিয়ে প্রতিদিন ২০টি