
ট্যাঙ্কের জল অত্যাধিক গরম হয়ে যাচ্ছে? দেখে নিন কীভাবে জল ঠান্ডা রাখবেন
ব্যুরো নিউজ, ২ মে : আপনার বাড়ির ছাদে জলের ট্যাঙ্ক আছে? কল খুললেই গরম জল পড়ছে? দিন দিন যেভাবে তাপমাত্রার পারদ চড়ছে, তাতে খুব তাড়াতাড়ি ছাদে থাকা ট্যাঙ্কের জল গরম হয়ে যাচ্ছে। ফলে গরমের মধ্যে সেই জল ব্যবহার করতে গেলে ছ্যাঁকা লাগার জোগাড়। তবে বেশ কয়েকটি টিপস ফলো করলে কিন্তু যতই গরম পড়ুক না কেন, ট্যাঙ্কের জল কিন্তু থাকবে ঠান্ডা।