
কবে থেকে খুলছে কেদারনাথের দরজা?
ব্যুরো নিউজ, ৮ মে : বছরে ১২ মাসের টানা ৬ টা মাসই বন্ধ থাকে কেদারনাথ মন্দির। প্রতিবছর শীতের শুরুতেই বন্ধ করে দেওয়া হয় কেদারনাথ মন্দিরের দরজা। কারন সেই সময় অত্যাধিক শৈত্য, তুষারপাতের কারনেই বন্ধ রাখা হয়। তাই কবে মন্দির খোলা হবে সেই দিকে তাকিয়ে থাকে ভক্তরা। এই কেদারনাথ মন্দির হল ভারতের অন্যতম জ্যোতির্লিঙ্গের মন্দির। প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমায়