
কৌস্তভ বাগচীর বাড়িতে চুরি, মামলার গুরুত্বপূর্ণ নথি চুরি হওয়ায় দানা বাঁধছে রহস্য
ব্যুরো নিউজ, ২৩ মার্চ: কৌস্তভ বাগচীর টিটাগড়ের বাড়িতে চুরি। জানা গিয়েছে, বাড়ির তালা ভেঙে ভেতরে ঢোকে চরের দল। ইলেকট্রিক সরঞ্জাম-সহ বেশ কিছু চুরি গিয়েছে। এরই সঙ্গে খোয়া গেছে মামলার গুরুত্বপূর্ণ বেশ কিছু নথি। তবে চোরের দল চুরি করতে এসে কেন মামলার নথি নিয়ে পালাল তা নিয়েই দানা বাঁধছে রহস্য। এর পেছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না সে প্রশ্নও উঠছে।