
কৈলাসকে ছোঁড়া হল কাঁচের বোতল, আঞ্চলিকতাবাদের অভিযোগ
বিনোদনের আসরে বেলাগাম বিশৃঙ্খলা। বিশৃঙ্খলার জেরে খোদ সংগীত শিল্পীকে লক্ষ্য করে কাচের বোতল ছোড়ার অভিযোগ উঠল, উপস্থিত দর্শকশ্রোতাদের একাংশের বিরুদ্ধে। ঘটনায় পুলিশি নিরাপত্তার গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন, স্বয়ং সঙ্গীতশিল্পী কৈলাস খের। আর এই গোটা ঘটনায় ভাষাগত আঞ্চলিকতার সংকীর্ণ আর এক রেখা মানসিকতার উঠল, বিজেপি শাসিত কর্নাটকের একদল নাগরিকের বিরুদ্ধে। একাধিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে , রবিবার ছুটির দিনে কর্ণাটকের হাম্পিতে