
মহাকাশ গবেষক না হয়ে আভিষ্কার হলেন ক্রিকেটার
ইভিএম নিউজ ব্যুরো, ২২ মার্চঃ পেশা নয়, গুরুত্ব দিয়েছিলেন তাঁর নেশাকে। আর তাই বোধয় মহাকাশ গবেষক না হয়ে, হলেন একজন ক্রিকেটার। ভারতীয় সেই ক্রিকেটারের নাম আভিষ্কার সালভি। জ্যোতির্বিজ্ঞান নিয়ে পিএইচডি করেছিলেন। আর এমন শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনায়াসে চাকরি করতে পারতেন নাসা অথবা ইসরোর মতো কোন সংস্থায়। করতে পারতেন মহাকাশ নিয়ে গবেষণা। কিন্তু সালভি বেছে নিলেন ক্রিকেটের ২২ গজকেই। কারণ তাঁর