
বাংলা বছরের শুরুতেই তমলুকের বর্গভীমা মন্দির এর উপচে পড়া ভিড়। চলছে পুষ্পাঞ্জলী পুজো দেওয়ার পালা। সাথে ব্যবসায়ীদের খাতা পুজো
ইভিএম নিউজ ব্যুরো, ১৫ এপ্রিলঃ পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থিত দেবী বর্গভীমা মন্দির। পুরাণ মতে, সীতার বাঁ পায়ের গুল্ফ পড়েছিল এখানে। ৫১ পীঠের একপিঠ এই দেবী বর্গভীমা মন্দির। প্রতিদিনের থেকে বিশেষ বিশেষ দিনে ভক্তদের ভিড় জমে এই মন্দিরে। বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখে সুখ শান্তি কামনায় মায়ের কাছে হাজির হয়েছেন ভক্তরা। মায়ের পুজো দিয়ে নতুন বছর পালন করতে চান সবাই