
কোথাও ফুল কোথাও চিতাভস্ম, হোলিতে মেতে উঠতে তৈরি বারানসী
ইভিএম নিউজ ব্যুরো, ৪ মার্চঃ বসন্তে রঙ লাগার আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই সারা দেশ মেতে উঠবে এই রঙের উৎসবে। বিভিন্ন রঙ্গে রাঙ্গিয়ে দেয় লোকজন একে অপরকে এই দিনটিতে।কোথাও শুধু আবির আবার কোথাও শুধু ফুলের দিয়ে পালন করা হয় এই দোল। এইসকল পরিচিত ছবি ফুটে উঠে এই দিনটিতে।তবে বারানসীর এই দোল উজ্জাপনের ধরন অনেকটাই ভিন্ন।উৎসবটি সাধারণত রঙ্গবতী একাদশী থেকেই শুরু