
আইনি লড়াই থেকে রাজনীতির ‘রণযুদ্ধে’ সুষমা স্বরাজের মেয়ে বাঁসুরি
ব্যুরো নিউজ, ৩ মার্চ: গতকালই আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। সেই তালিকায় রয়েছে ১৯৫ জনের নাম। যার মধ্যে জায়গা করে নিয়েছে প্রাক্তন বিদেশমন্ত্রী তথা বিজেপি নেত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁসুরি স্বরাজ। নয়া দিল্লি লোকসভা আসন থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবেন সুষমা। ভোট ‘সন্ত্রাস’ রুখতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী | জেনেনিন কোথায় কত বাহিনী বাঁসুরি স্বরাজ পেশায় আইনজীবী।