
শান্তনুর স্ত্রী প্রিয়াঙ্কার অংশীদারত্বে থাকা রিয়েল এস্টেট ব্যবসায় টাকা বিনিয়োগ কালি ঘাটের কাকুর
চন্দননগর সত্যপীড়তলায় বহু তল নির্মান করছে ডি আই পি ডেভালপার সংস্থা। সেই সংস্থার অংশিদার নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন তৃনমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়।২০২০ সালে ডিআইপি ডেভালপার চন্দননগর জিটি রোডের পাশে প্রায় ছয় কাঠা জমির উপর নির্মানের জন্য চুক্তি বদ্ধ হয়। বহুতলের নক্সা দিয়ে বিজ্ঞাপনও দেওয়া হয়, বুকিংও শুরু হয়। ডিআইপি ডেভালপাররের ব্যালেন্স শিটে দেখা যাচ্ছে, কালি