
বাঁদরদের জন্য তৈরি হল রেস্তোরাঁ!
ইভিএম নিউজ, ১৩ মার্চঃ মানুষের জন্য রেস্তোরাঁর তো ছড়াছড়ি চারদিকে। যেদিকেই তাকানো যায় রেস্তোরাঁ ঠিক থাকবেই। কিন্তু প্রাণীদের জন্য রেস্তোরাঁ কি কোথাও কি দেখেছেন? জানি, উত্তরটা না-ই হবে। কিন্তু এবার সত্যিই দেখতে পাবেন বাঁদরদের জন্য রেস্তোরাঁ। সেখানে প্রবেশাধিকার পাবে শুধু বাঁদররাই। অবাক হচ্ছেন? এটাই সত্যি। কেরালার কাসারগোড়ে রাস্তার পাশেই একটি মন্দির রয়েছে। মন্দির লাগোয়া সেই রাস্তায় সবসময়ই যান চলাচল হয়।