
দল ছাড়ার শাস্তি – দণ্ডী কেটে ফিরতে হল তৃণমূলে
ইভিএম নিউজ ব্যুরো, ১০ এপ্রিলঃ পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজ্য রাজনীতিতে ততই ডামাডোল। দল বদলের একাধিক ঘটনাও সামনে আসছে। আর সেই সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি অসহিষ্ণুতার রাজনীতির বাড়বাড়ন্ত। বালুরঘাটের এক ঘটনা এই অসহিষ্ণুতার অগণতান্ত্রিক বাতাবরণ আবার সামনে এনে দিল।তাই এবার বালুঘাটের ঘটনায় এই মুহূর্তে তোলপাড় করে দিয়েছে গোটা রাজ্য রাজনীতি। অভিযোগ, বৃহস্পতিবার এলাকার চারজন মহিলা বিজেপিতে যোগদান করেছিলেন। এরপরই