
চুমু খেলেও ছড়িয়ে পড়তে পারে এই মারাত্মক ভাইরাস, মৃত্যু পর্যন্ত হতে পারে এমনই হার হিম করা তথ্য উঠে আসলো গবেষণায়
ব্যুরো নিউজ,৩১ মার্চ : এতদিন ধরে ধারণা করা হতো যে, হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১ (HSV-1) সাধারণত নাকের প্রদাহের মাধ্যমে ছড়ায়। তবে, সম্প্রতি শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা নতুন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন। অধ্যাপক দীপক শুক্লার নেতৃত্বে হওয়া এই গবেষণায় দেখা গেছে, মুখমিলনের মাধ্যমেও এই ভাইরাস দ্রুত এক ব্যক্তির দেহ থেকে আরেকজনের দেহে সংক্রমিত হতে পারে। “ইসলাম আমার ধর্ম নয় আমি