
নিমেই কাটে বহু দোষ! বাড়ির কোন দিকে লাগাবেন নিমগাছ?
ব্যুরো নিউজ, ২ জুলাই: নিম গাছ খুবই শুভ। এমনকি মনে করা হয় নিম গাছের হাওয়ায় শরীরের অনেক রোগ ভোগও কাটে। তবে বাস্তুশাস্ত্র মতে, অনেক ক্ষেত্রেই দেখা যায় ভুল জায়গায় নিম গাছ লাগানোর ফলে তা পজেটিভিটির বদলে নেতিবাচক শক্তি ছড়াচ্ছে। ফলে অবশ্যই সঠিক দিকে নিম গাছ পুতলে তবেই এর সু-ফল মিলবে। নয়া আইন কার্যকর হওয়ার প্রথম দিনেই রেকর্ড! জমা পড়ল ২০০টি