
আমতায় আয়োজিত হল বন্ধ্যাত্ব বিষয়ক পরামর্শ শিবির
অভিজিৎ হাজরা, ২২ জুনঃ (Latest News) গ্ৰামীণ হাওড়া জেলার উলুবেড়িয়া উত্তর বিধান সভা কেন্দ্রের অন্তর্গত আমতার “স্নেহা উৎসব ভবন ” এ হয়ে গেল বন্ধ্যাত্ব বিষয়ক এক পরামর্শ শিবির। সামাজিক ভাবনার এই শিবিরের আয়োজক হিসেবে ছিল নোভা আইভিএফ ফার্টিলিটি ও আমতা স্নেহা নার্সিং হোম। এবারের শিবিরটি ছিল তৃতীয় পর্বের পরামর্শ শিবির। প্রথম ও দ্বিতীয় পর্বের শিবির অনুষ্ঠিত হয়েছিল যথাক্রমে ১৮ এপ্রিল