কৃষি উন্নয়নের লিমিটেডে অর্থ তছরুপে তদন্ত শুরু করল সিঙ্গুর পুলিশ
ইভিএম নিউজ ব্যুরো, ৩০ জুনঃ (Latest News) সিঙ্গুরের খাসেরচক চকগোবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে অর্থ তছরুপের ঘটনায় সমবায়ের ম্যানেজার ও ক্যাশিয়ারকে গ্ৰেফতার করে তদন্ত শুরু করল সিঙ্গুর থানার পুলিশ। ডেপুটি রেজিস্ট্রার অফ্ কো অপারেটিভ সোসাইটি (DRCS) এর পক্ষ থেকে করা লিখিত অভিযোগের ভিত্তিতে সমবায়ের ম্যানেজার সুখেন্দু দাস ও ক্যাশিয়ার কৌশিক অধিকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন হুগলী জেলা গ্ৰামীন পুলিশ