শ্রীলীলা সামান্থার

ব্যুরো নিউজ ১৪ নভেম্বর : অল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ়’ ছবির সাফল্যের পেছনে যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার শক্তিশালী কাহিনী তেমনি একটি গানও পুরো দেশকে ছুঁয়ে গিয়েছিল—‘উঁ অন্তভা’। এ গানটির মাধ্যমে দর্শকরা প্রথমবারের মতো সামান্থা প্রভুর আইটেম গানে পারফরম্যান্স দেখেছিলেন। তার আবেদন এবং নাচের কায়দায় দেশজুড়ে ঝড় তুলে দিয়েছিল। ‘পুষ্পা ২’-এ সামান্থাকে দেখা যাবে না বরং তার জায়গায় থাকছেন দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা।

কি ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করলেন অভিনেত্রী রেশমি দেশাই!

শ্রীলীলা কত টাকা পাচ্ছেন?

শ্রীলীলা যিনি ‘কুর্চি মাধাথাপেট্টি’ গানের জন্য সম্প্রতি ভাইরাল হয়েছেন। মহেশ বাবুর বিপরীতে অভিনয় করেছেন। এবার পুষ্পা ২-এর গানটিতে পারফর্ম করবেন। আশ্চর্যের বিষয় হল সামান্থার যা পারিশ্রমিক ছিল তার থেকে শ্রীলীলাকে মাত্র ৬০ শতাংশ কম দেওয়া হবে। সামান্থা ‘পুষ্পা ২’-এর এই তিন মিনিটের গানের জন্য ৫ কোটি টাকা পেয়েছিলেন। যেখানে শ্রীলীলা পেতে যাচ্ছেন ২ কোটি টাকা। এই পারিশ্রমিকের পার্থক্য নিয়ে চমকপ্রদ আলোচনা চলছে।

ইয়ালিনির প্রথম জন্মদিন উপলক্ষে কি পরিকল্পনা করছেন রাজ-শুভশ্রী?

শ্রীলীলাকে নিয়ে নির্মাতারা যখন সিদ্ধান্ত নেন তখন প্রথমে তাদের চোখে ছিল শ্রদ্ধা কাপূরের নাম। তবে শ্রদ্ধা ৫ কোটি টাকার নিচে কাজ করতে রাজি হননি। ফলে আলোচনা শেষ হয়ে যায়। এরপর শ্রীলীলার নাম ঘোষণা করা হয়। শ্রীলীলা তার ক্যারিয়ারের শুরু থেকেই দক্ষতার সঙ্গে দক্ষিণী সিনেমায় অভিনয় করছেন এবং দর্শকদের মন জয় করেছেন।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর