donald trump photo

দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে প্রচারের সময় আততায়ীর গুলিতে আহত হয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।এবার মার্কিন পুলিশ সেই বন্দুক বাজকে খতম করার পরে মূল চক্রীকে কে গ্রেপ্তার করল।

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশী শরণার্থী। অনুপ্রবেশ রুখতে তৎপর বিএসএফ

ইরানেও গিয়েছিল আসিফ

জুন মাসে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছে পেন্সিল ভ্যানিয়ায় সেই হামলায় মূলচক্রী আসিফ মার্চেন্ট। ধৃত মার্চেন্ট পাকিস্তানের যুবক।ইরানের সঙ্গেও তার সম্পর্ক ছিল। ধৃতকে জেরা করে এমনটাই জানা গিয়েছে। গত এপ্রিলে আসিফ আমেরিকায় আসে তবে এফবিআই এর এজেন্টকে সুপারি দিতে গিয়েই আসিফ ধরা পড়ে যায়। জানা গিয়েছে বেশকিছু সময়ের জন্য আসিফ ইরানেও ছিল, ফলে ট্রাম্প কে হত্যার চেষ্টার ছকে ইরানের যোগসূত্রের সন্ধান পাওয়া গিয়েছে। তবে এখনই সমস্ত খোলসা করে মার্কিন প্রশাসন বলতে নারাজ।

প্রয়াত প্রাক্তন মুখ‍্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, বাম জমানার শেষ মুখ‍্যমন্ত্রী ছিলেন তিনি

উল্লেখ্য আততায়ীর   গুলি কপাল জোরে ট্রাম্পের কান ভেদ করে চলে যায়, রক্তাপ্লুত ট্রাম্প বক্তব্য রাখার মধ্যেই পোডিয়ামের নিচে বসে পড়েন। তারপরেই উঠে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেন। তার দেহরক্ষীরা ট্ট্রাম্প কে হসপিটালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেয় । কপাল জোরে সেদিন বেঁচে গিয়েছিলেন ট্রাম্প তবে মার্কিন পুলিশের হাত থেকে রেহাই পেল না। চক্রিরা । সেই তদন্তের সূত্রেই আসিফ মার্চেন্ট ধরা পড়ে। এবার দেখার মার্কিন গোয়েন্দাদের জেরার মুখে কি কি কবুল করে আসিফ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর