Nadia BJP worker injured

ব্যুরো নিউজ, ১৬ জুন: নির্বাচন মিটেছে, ফল প্রকাশও হয়েছে। সরকার গঠন, মন্ত্রক গঠন সব কাজই সম্পন্ন। তবু ভোট পরবর্তী হিংসা এখনও অব্যাহত। ভোট মিটতে না মিটতেই দিকে দিকে নানা অভিযোগ – অত্যাচারের খবর শিরোনামে এসেছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বিজেপি কার্যালয়- অফিস, ভাঙচুর- মারধর করা হয়েছে বিজেপি কর্মীদেরও। এই সব অভিযোগের তির উঠেছে শাসক দলের দিকেই।

ঘরে বসেই পান মুখে গোল্ডেন গ্লো, রইল টিপস

এদিকে ভোট মিটলেও শান্ত হয়নি বহরমপুর। গতকালও উত্তপ্ত হয়েছে সেখানকার পরিস্থিতি। শনিবার রাতে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি কর্মীদের প্রথমে বচসা শুরু হয়। এরপর দুপক্ষের সংঘর্ষ বাধে। ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত গোয়ালজানে।

BJP Helpline

এই অশান্তিকে কেন্দ্র করে চলে বোমাবাজি। আতশবাজির মত বোমাবাজি হয় এলাকায় অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ, দুপক্ষই একে অপরের ক্লাব ভাঙচুর করে। এমনকি এলাকার কয়েকটি বাড়ির  কাঁচও ভাঙ্গা হয় বলে অভিযোগ স্থানিয়দের। এছাড়াও ভাঙচুর করা হয় মোটরবাইক।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর