subhman gill

ব্যুরো নিউজ, ১৬ মে : চলতি আইপিএল মরসুমে গুজরাত টাইটান্সের ব্যাটিং লাইনআপে অন্যতম ভরসা হয়ে উঠেছেন জস বাটলার। শুভমন গিল এবং সাই সুদর্শনের সঙ্গে মিলে দলকে শক্ত ভিত এনে দিচ্ছেন ইংল্যান্ডের এই অভিজ্ঞ ওপেনার। কিন্তু এক জটিল পরিস্থিতির কারণে বাটলারকে লিগ পর্ব শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হচ্ছে। আর সেই কারণেই গুজরাত দলে নেওয়া হয়েছে শ্রীলঙ্কার কুশল মেন্ডিসকে। তবে মেন্ডিসকে নিয়েও রয়েছে কিছু জটিলতা। তিনি গুজরাতের হয়ে লিগ পর্বে একটিও ম্যাচ খেলতে পারবেন না। শুধুমাত্র প্লে-অফ পর্যায়ে যদি গুজরাত পৌঁছয়, তবেই নামতে পারবেন এই শ্রীলঙ্কান উইকেটকিপার-ব্যাটার।

“অপারেশন সিঁদুর”এর পর সীমান্তে উত্তেজনা,মমতা সহ ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে অমিত শাহের জরুরি বৈঠক

 সমস্যা বাড়াল বিদেশিদের

এই বছরের আইপিএল এক সপ্তাহ পিছিয়ে শুরু হয়েছে ভারত-পাকিস্তান কূটনৈতিক উত্তেজনার কারণে। যার জেরে আইপিএলের সূচিতে প্রভাব পড়েছে এবং একাধিক বিদেশি ক্রিকেটারকে সমস্যায় ফেলেছে। তাদের অনেকেই দেশের হয়ে জাতীয় দায়িত্ব পালনের কারণে আইপিএল শেষ পর্যন্ত খেলতে পারবেন না। সেই কারণেই বাটলারকে দেশে ফিরে যেতে হচ্ছে লিগ পর্ব শেষ হলেই। গুজরাতের শেষ লিগ ম্যাচ ২৫ মে, তার পরই বিদায় নেবেন ইংল্যান্ড তারকা।

ওয়াকফ ইস্যুতে ক্ষুব্ধ মমতা!মঞ্চ থেকে স্পষ্ট ঘোষণা “প্ররোচনা দেবেন না, শত্রু হয়ে যাব” দিল্লিতে আন্দোলনের পরামর্শ

আইপিএল নিয়ম অনুযায়ী, বাটলারের পরিবর্তে যাঁকে নেওয়া হচ্ছে, তিনি তখনই খেলতে পারবেন, যখন মূল ক্রিকেটার দল ছাড়বেন। অর্থাৎ, যতক্ষণ না বাটলার দলে থাকছেন, ততক্ষণ পর্যন্ত মেন্ডিস মাঠে নামতে পারবেন না।এছাড়াও, পরিবর্ত ক্রিকেটার শুধুমাত্র চলতি মরসুমেই খেলতে পারবেন। আগামী মরসুমের জন্য তাঁদের রিটেন করা যাবে না বা দলে ধরে রাখা যাবে না। মোট কথা, গুজরাত টাইটান্স প্লে-অফে জায়গা না পেলে, কুশল মেন্ডিসের আইপিএল যাত্রা শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে।

কন্যাকে দিনের পর দিন ধর্ষণ বাবার, সম্মতি রয়েছে মায়েরও! গ্রেফতার বাবা ও মা

এই পরিস্থিতি শুধু গুজরাতের ক্ষেত্রেই নয়—অনেক ফ্র্যাঞ্চাইজির জন্য সমস্যা তৈরি করেছে। বিদেশি ক্রিকেটারদের নিয়ে পরিকল্পনা ভেস্তে যেতে বসেছে একে একে। এখন দেখার বিষয়, প্লে-অফে গুজরাত পৌঁছতে পারে কি না এবং সেই সুযোগে মেন্ডিস তাঁর আইপিএল অভিষেকের স্বাদ পান কি না।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর