ব্যুরো নিউজ,১৭ আগস্ট:আরজি কর কাণ্ডের প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে সারাদেশে। এবার রাজধানী দিল্লিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে দিল্লির রাজপথ দখল করে ক্ষোভে ফেটে পড়ল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বঙ্গভবন অভিযানের ডাক দেওয়া হয়। আরজি কর কাণ্ডের প্রতিবাদে দলমত নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আন্দোলন সংগঠিত করেছেন। সেই প্রতিবাদের ঝড় দেশ থেকে বিদেশেও ছড়িয়ে পড়েছে।
RG Kar case:মেয়েকে খুন ও ধর্ষণের ঘটনায় কারা জড়িত..সিবিআইকে যা বলেছেন মৃতার বাবা
এবার দিল্লির রাজপথে বিজেপির ছাত্র-যুবদের প্রতিবাদ
আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন পদত্যাগ করছেন না? এই প্রশ্ন তুলে রাজধানীর রাজপথে ভারতীয় জনতা পার্টির ছাত্র- যুব ব্রিগেড একেবারে গর্জে উঠলো। ভেঙে ফেলা হয় পুলিশের ব্যারিকেড। পুলিশ কর্মীদের সঙ্গে এবিভিপির কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি হয় দিল্লির রাজপথে। বঙ্গভবনের উদ্দেশ্যে আন্দোলনকারীরা এগিয়ে যেতেই পুলিশ বাহিনীকে আটকাতে দেখা যায়। বিজেপির ছাত্র যুব সংগঠন এবিভিপির আন্দোলনকারীরা প্রথমেই পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে পুলিশের সঙ্গে আধা সামরিক বাহিনীকেও সেই আন্দোলন ঠেকাতে ময়দানে নামতে দেখা যায়।
আরজি কর এফেক্ট তৃণমূলে?মিডিয়া ম্যানেজমেন্ট থেকে বহু দূরে অভিষেকের দপ্তর!
বাংলার মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করছেন না? কেন এখনো পর্যন্ত অপরাধীদের ফাঁসি দেওয়া হল না? একাধিক প্রশ্ন তুলে রাজধানী দিল্লিতে গেরুয়া শিবিরের ছাত্র-যুব ব্রিগেড আন্দোলন শুরু করে। পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে মিছিল করে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কর্মীরা তাদের আটকানোর চেষ্টা করেন। আর সেই সময় শুরু হয়ে যায় ধস্তাধস্তি। শনিবার সাড়ে বারোটা নাগাদ জমায়েত শুরু হয়। এবিভিপির এই আন্দোলনের খবর পেয়ে পুলিশ আগে থেকেই তৈরি ছিল। দিল্লির হ্যালি রোড ত্রিস্তরীয় নিরাপত্তায় একেবারে মুড়ে ফেলা হয়। রাস্তা ব্যারিকেড টেনে আটকে দেওয়া হয়। বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। জলকামান নিয়ে পরিস্থিতি সামলাতে প্রস্তুত ছিল পুলিশ। আন্দোলনে উপস্থিত ছিলেন স্বপ্না দাস। তিনি গর্জে উঠে বললেন, এখনও অনেককেই লুকিয়ে রাখা হয়েছে। মমতা ক্ষতিপূরণের কথা বলছেন। একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ওনার এইসব কথা বলতে লজ্জা করে না? আমরা চাইছি সমস্ত দোষীদের শাস্তি হোক। শনিবার দিল্লির রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে এবিভিপির আন্দোলনে কেঁপে উঠল রাজধানী।