বউবাজারে নতুন সুড়ঙ্গ নির্মাণে এগোচ্ছে কাজ

ব্যুরো নিউজ ১২ নভেম্বর : বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ চলছে দুই ভাগে। তবে শিয়ালদা-সল্টলেক এবং ধর্মতলা-হাওড়া ময়দান অংশকে একত্রে যুক্ত করতে বউবাজারে জরুরি নির্মাণ চলছে। এই অংশে বারবার সমস্যা দেখা দেওয়ায় যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। কিন্তু পুরো রুট চালু করতে বদ্ধপরিকর মেট্রো কর্তৃপক্ষ।

ডেঙ্গি নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নির্দেশ, বাড়ানো হলো নজরদারি

ক্ষতির মুখে পড়েন বাসিন্দারা

বউবাজারের কংক্রিট সুড়ঙ্গের মধ্যে নতুন একটি লোহার সুড়ঙ্গ বসানো হচ্ছে, যাতে ভূগর্ভস্থ জল বেরিয়ে আসা ঠেকানো যায়। দুটি সুড়ঙ্গে মোট ১০৮ ও ৯২ মিটার জায়গাজুড়ে বিশেষ স্টিলের রিং বসানো হচ্ছে। প্রকল্পের ইঞ্জিনিয়ারদের মতে, এই রিং বসানো শেষ হলে কাজ দ্রুত শেষ করা সম্ভব হবে। আইটিডির (প্রকল্প বাস্তবায়ন সংস্থা) কর্মকর্তারা আশা করছেন, এই কাজ শেষ হলে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই শিয়ালদা-এসপ্ল্যানেড অংশ চালু করা সম্ভব হবে।

ট্রাম্প-পুতিন ফোনালাপে যুদ্ধ বন্ধের আবেদন, মস্কোর দাবি ‘ভিত্তিহীন’

বউবাজারে মেট্রোর কাজের সময় বারবার জল ঢুকে পড়ার কারণে কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল। সেপ্টেম্বর মাসেও টানেলে জল ঢুকে পড়ায় কাজ বন্ধ করতে হয়েছিল। এর আগে, ২০১৯ সালে এবং পরবর্তীতে ২০২২ সালে মেট্রোর কাজের সময় বউবাজারে মাটিধস ও ক্ষতির মুখে পড়েন বাসিন্দারা। মেট্রোর কাজের ফলে বউবাজারে ৭০টি বাড়ির ক্ষতি হয়েছে বলে জানা যায়।

 

 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর