ব্যুরো নিউজ,১ আগস্ট: লোকসভা ভোটে জেতা আসন মেদিনীপুরের বদলে বর্ধমান- দুর্গাপুরে প্রার্থী করা হয় দিলীপ ঘোষকে। বিজেপির ডাকাবুকো নেতা দিলীপ দলের নির্দেশ মেনে সেখানে রাজনৈতিকভাবে কর্মসূচি শুরু করেন। তবে শেষ পর্যন্ত জিততে পারেননি। হেরে গিয়েছিলেন দিলীপ। আর তারপরেই তার ভিতরে একরাশ ক্ষোভ অভিমান ঝরে পড়েছিল। দলের একাংশের বিরুদ্ধে একটা সময় কাঠিবাজির অভিযোগ তুলেছিলেন। তবে দলের স্বার্থে লড়াই করতে যে তিনি প্রস্তুত তাও তিনি বুঝিয়ে দেন। সমালোচকরা ধরে নিয়েছিলেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্কে এর অম্লমধুর পরিস্থিতির কথা। কিন্তু বিজেপির অন্দরে খোঁজ নিলে দেখা যাবে, আজ দিলীপ ঘোষের জন্মদিন ছিল।
২৫০ কিমি পথ পাড়ি দিয়ে বাড়ি ফিরল মহারাজ
বিধানসভায় শুভেন্দুর ঘরে দিলীপের জন্মদিন সেলিব্রেশন
আর জন্মদিনের দিনেই বিধানসভায় উপস্থিত হন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সেখানে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে রীতিমতো দিলীপের বার্থডে সেলিব্রেশন হল। শুভেন্দুর আমন্ত্রণে বিধানসভায় গিয়েছিলেন দিলীপ ঘোষ। দিলীপকে পুষ্পস্তবক দিয়ে উত্তরীয় পরিয়ে দেন শুভেন্দু। আর তারপরেই চলে মিষ্টি মুখের পালা। দিন কয়েক আগেই দিলীপ ঘোষ বিধানসভায় গিয়েছিলেন। তবে তার সঙ্গে কোনো বিধায়ক বা নেতা ছিলেন না। কারো সঙ্গে সেদিন তার দেখা হয়নি। তবে বৃহস্পতিবার ১ আগস্ট দিলীপ ঘোষের জন্মদিন পালিত হল বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘরে। আর সেই সেলিব্রেশনে শুভেন্দু তাকে মিষ্টিমুখ করিয়ে দিচ্ছেন। এই ছবি বাংলায় রাজনীতিতে গেরুয়া শিবিরের তরফে শোরগোল ফেলে দিয়েছে।
জীবন যুদ্ধে হার, প্রয়াত ক্রিকেটার অংশুমান গায়কোয়াড়
২০১৯ লোকসভা ভোটের সময় দিলীপ রাজ্য সভাপতি ছিলেন। তখন লোকসভা নির্বাচনে বাংলা থেকে ১৮ জন সাংসদ জয়ী হয়েছিল। তবে তুলনায় এবার বিজেপির ফল আগের তুলনায় একটু খারাপ হয়েছে। কিন্তু রাজনীতির সংগঠনের প্রতিটি বাঁকে বিভিন্ন ধরনের পরিস্থিতি অপেক্ষা করে থাকে। সব সময় পরিস্থিতি সমান হয় না। আর রাজনীতি করতে গেলে হার-জিত দুটোকেই সমানভাবে গ্রহণ করে নিতে হয়। আর তার থেকে শিক্ষা গ্রহণ করতে হয়। তৃণমূলের তরফে শুভেন্দু এবং দিলীপের বিষয়ে একাধিকবার বিভিন্ন ধরনের মন্তব্য করতে দেখা গিয়েছে। তবে দিলীপের জন্মদিনে সেই সব মন্তব্যকে উড়িয়ে দিয়ে বিধানসভায় শুভেন্দু মিষ্টিমুখ করিয়ে দিলেন দিলীপ ঘোষকে। তবে কি বিজেপি ফের নয়া সমীকরণ নিয়ে ঝাঁপিয়ে পড়তে চলেছে?