congress supported to tmc

ব্যুরো নিউজ, ৯ জুন : ভোট মিটলেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার খবর উঠে আসছে। এবার ভোট পরবর্তী হিংসার বলি হতে হল এক কংগ্রেস কর্মীকে। আকমাল শেখ নামে ওই কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। মালদার মানিকচক থানার গোপালপুর গ্রামের ঘটনা। শনিবার রাতের এই ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা।

বাংলাদেশে সাংসদ খুনের ঘটনায় নয়া মোড়

খুনের ঘটনায় মালদার মানিকচকে উত্তেজনা

BJP Helpline

গোপালপুর অঞ্চলের তৃণমূল সভাপতি মহম্মদ নাসির-সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে কংগ্রেস কর্মীকে খুনের অভিযোগ উঠেছে। গুরুতর জখম অবস্থায় কংগ্রেস কর্মী আকমাল শেখকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলাকালীন গভীর রাতেই তার মৃত্যু হয়। ভোটের ফল বেড়নোর পরেই তৃণমূল নেতা মহম্মদ নাসির-সহ তাঁর দলবল কংগ্রেস কর্মীদের হুমকি দিতে থাকে বলে অভিযোগ কংগ্রেস নেতা শেখ সইফুদ্দিনের।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর