ভোট ‘সন্ত্রাস’ রুখতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী | জেনেনিন কোথায় কত বাহিনী

ব্যুরো নিউজ, ৩ মার্চ: দোরগোড়ায় ভোট এই কথাটা বলার আর অপেক্ষা রাখে না। কারন ইতিমধ্যেই রাজ্যে চলে এসেছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায়, এলাকায় এলাকায় চলছে রুটমার্চ। সেই আওয়াজই বলে দিচ্ছে ভোট আসন্ন। রাজ্যের শান্তি-পূর্ণ লোকসভা নির্বাচন করাতেই মোতায়েন করা হচ্ছে এই বিরাট সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী। কারন পঞ্চায়েত ভোটের ‘কারচুপি’ এখনও ভুলতে পারেনি বাংলা। সেখানে পুকুরের জলে ব্যলট সাঁতার কেটেছে। পড়ে গিয়ে মাঠে-ঘাটেই ঘুম মেরেছে ব্যলট। এমনকি কালি ঢেলে অকাল-হোলিও খেলেছে ব্যালট। আবার ব্রেকফাস্টে ব্যালট খেয়ে নেওয়ারও সাক্ষী থেকেছে বঙ্গবাসী। তাই সেই সকল ঘটনার পুনরাবৃত্তি আর চায়না বাংলা। আদিবাসী মেলা বয়কট করল আদিবাসীরাই | বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি কেন? আবার এদিকে সন্দেশখালির আগুনে তপ্ত গোটা রাজ্য। সেখানে শাসকদলের প্রভাবশালীদের অত্যাচারে কার্যত জর্জরিত সাধারন মানুষ। সাধারণের জমি-ভেরি কেড়ে নেওয়া, তাদের ওপর অন্যায়ভাবে অত্যাচার চালানো, নারীদের সন্মান নিয়ে ছেলে খেলা, যৌন নির্যাতন, গণ- ধর্ষণ এই সকল অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। এই পরিস্থিতিতে জাতীয় তফসিলি কমিশন এমনকি জাতীয় মহিলা কমিশন রাষ্ট্রপতি শাসনের দাবি জানায়। এও জানায় যে, সেখানকার পরিস্থিতি রাজ্য সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে শতাধিক কেন্দ্রীয় বাহিনী যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ভোটের দিন-ক্ষণ ঘোষণা হওয়ার আগে রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মোতায়েন করা হচ্ছে এই বাহিনী। জানা গিয়েছে, রাজ্যের কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়ে গত বুধবার একটি বৈঠকও হয়ে গিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার, সিআরপিএফ-এর আইজি বি কে শর্মা, উত্তর ২৪ পরগনা জেলার ম্যাজিস্ট্রেট সুমিত গুপ্ত, দঃ ২৪ পরগণা জেলা ম্যাজিস্ট্রেট শরদ কুমার দ্বিবেদী-সহ কলকাতা শহরের দায়িত্বে থাকা নির্বাচনী আধিকারিকেরা। আজ জঙ্গলমহলে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ যৌথ ভাবে রুটমার্চ করে। পাশাপাশি ভাঙ্গর, জলপাইগুড়ি ও পুরুলিয়াতেও মোতায়ন কেন্দ্রীয় বাহিনী, চলে রুটমার্চ। পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রাজনগর গ্রামে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। তারা গ্রামের মানুষের সঙ্গে কথাও বলে। কোথায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হল: উত্তর ২৪ পরগনায় ২১ কোম্পানি দক্ষিণ ২৪ পরগনায় ৯ কম্পানি কলকাতায় ১০ কোম্পানি হাওড়ায় ৯ কম্পানি পূর্ব মেদিনীপুরে ৯ কম্পানি পশ্চিম মেদিনীপুরে ৭ কম্পানি হুগলিতে ৯ কোম্পানি মুর্শিদাবাদ ও নদিয়ায় ৮ কোম্পানি পূর্ব ও পশ্চিম বর্ধমানে ১১ কোম্পানি উত্তর দিনাজপুরে ১১ কোম্পানি দক্ষিণ দিনাজপুরে ১১ কোম্পানি মালদহতে ৭ কোম্পানি