bjp tmc

ব্যুরো নিউজ, ৯ জুন : লোকসভার নির্বাচন শেষ হলো চারিদিক থেকে অশান্তির খবর উঠে আসছে। বিষ্ণুপুরের শালতোড়া এলাকায় বিজেপি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। বাঁকুড়ার পাত্রসায়ের ও কোতুলপুরের পর এবার বিষ্ণুপুরের শালতোড়া। তৃণমূল কার্যালয়ে ওই বিজেপি কর্মীকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

শপথের পরেই ইটালি সফরে যাচ্ছেন মোদী

অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে

BJP Helpline

সূত্রের খবর, অভিজিৎ পাত্র নামে ওই বিজেপি কর্মী নিজের কিছু ব্যক্তিগত কাজে শালতোড়া যাচ্ছিলেন। বাইক নিয়ে তৃণমূল কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎই কয়েকজন তৃণমূল কর্মী এসে তার পথ আটকয়। এরপর তাকে জোর করে তৃণমূল কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ বিজেপি কর্মীর। কোন রকমের সেখান থেকে পালিয়ে প্রাণে বাঁচেন অভিজিৎ পাত্র। এরপর স্থানীয় বিজেপি কর্মীরা অভিজিৎ পাত্রকে আহত অবস্থায় আমডাংরা সুস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তাকে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো। শালতোড়া অঞ্চল তৃণমূল সভাপতি সুশান্ত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি বিজেপি কর্মীকে মারধোরের ঘটনার নেতৃত্ব দিয়েছেন। স্থানীয় বিজেপি নেতৃত্বে দাবি লোকসভা নির্বাচনের পর থেকে এলাকার বিজেপি কর্মীদের নানা ভাবে ভয় দেখাচ্ছে তৃণমূল।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর