ব্যুরো নিউজ, ১৮ জুন : বিগত এক বছর ধরে মণিপুরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে। কান পাতলেই সংঘর্ষ, হতাহতের ঘটনা শোনা যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্র, রাজ্য যৌথ উদ্যোগে একাধিক ব্যবস্থা নিয়েছে। এই পরিস্থিতিতে উচ্চপর্যায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করলেন। নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে অমিত শাহ বার্তা দেন মণিপুরে হিংসা ছড়ানোর জন্য যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি এও জানান মণিপুরে হিংসা বন্ধের জন্য খুব শীঘ্রই মেইতেও ও কুফি সম্প্রদায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি।
যৌথ বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৫ মাওবাদী
হিংসায় মদতদাতাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর
প্রসঙ্গত, লোকসভা নির্বাচন শেষে মণিপুর ইস্যুতে নজর দিতে হবে বলে বার্তা দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভগবত। প্রায় প্রতিদিনই মণিপুর থেকে হিংসার ঘটনা সামনে আসছে। এদিনের বৈঠকে অমিত শাহ মণিপুরের সমস্ত বিষয় জানতে চান। হিংসা দমনে যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় সেবিষয়টিও নিশ্চিত করেন। পাশাপাশি প্রয়োজনে মণিপুরে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর তপন ডেকা, সেনাপ্রধান মনোজ পান্ডে, পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী-সহ অন্য পদস্থ আধিকারিকরা। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর উচ্চপর্যায়ের সঙ্গে বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহল মহল।