সিউড়ি সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে এবার সিবিআই তলব। নয়া দুর্নীতির খোঁজ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। ব্যাঙ্ক থেকে পেন্-ড্রাইভে নথি সংগ্রহ করলো সিবিআই। গরু পাচারের প্রায় ১০ কোটি কালো টাকাকে সাদা করার অভিযোগ।আর এর মাধ্যমেই বেশ কিছু বেনামী সংস্থার সঙ্গে গরু পাচার যোগ এবার আতস কাচের নিচে। সিউড়ি সমবায় ব্যাঙ্কে ১৭৭টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে বলে খবর। চাঞ্চল্যকর বিষয় হল প্রান্তিক চাষিদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে জালিয়াতির অভিযোগ।নথি পরীক্ষা করে সিবিআই সুত্রে জানা যাচ্ছে, প্রতিটি অ্যাকাউন্টের ক্ষেত্রে একই ব্যাক্তি ফরম ফিল-আপ করে ওই একই ব্যাক্তির সই রয়েছে সেখানে। পরীক্ষার জন্য হ্যান্ড রাইটিং এক্সপার্ট ডাকা হয়েছে। পাশাপাশি এই ভুয়ো অ্যাকাউন্ট গুলোর সঙ্গে খাদ্য দফতরের যোগ সাজশের অভিযোগও উঠে আসছে। বাজেয়াপ্ত করা হয়েছে ১৭৭ টি ভুয়ো অ্যাকাউন্ট ।

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর