ব্যুরো নিউজ, ৩১ আগস্ট: শ্রীলঙ্কার অভিযানে আজ সামনে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপের নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে চলেছে শ্রীলঙ্কা

আজ ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশের-শ্রীলঙ্কা। ৫০ ওভারের ফরম্যার্টে বেশ খানিকটা উন্নতি করেছে বাংলাদেশ। শেষ তিনটি চ্যাম্পিয়নশিপের দুটিতে ফাইনাল খেলছে তারা। কিন্তু আজকের ম্যাচে নামার আগে বাংলাদেশ দল দুটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। ডেঙ্গুর কারণে উইকেট পড়েছে অন্যতম সেরা ক্রিকেটার লিটন দাস। চোটের কারণে বাদ পড়েছেন তামিম ইকবাল। অধিনায়ক পদে ফিরতে চলেছেন শাকিব আল হাসান। অন্যদিকে, হাসরাঙ্গা, চামারা, কুমারার মতো ক্রিকেটাররা ছিটকে যাওয়ায় বেশ খানিকটা চাপ নিয়েই মাঠে নামতে চলেছে লঙ্কাবাহিনী। তাই আজ ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের বিরুদ্ধে জয় দিয়েই অভিযান শুরু করতে চাইছে শ্রীলঙ্কা।

মান্ডভী নয় গোয়াকে মাঝগঙ্গায় ‘বিসর্জন’

একনজরে বাংলাদেশের সম্ভাব্য প্রথম একাদশ- মোহাম্মদ নাইম, এনামুল হক, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, তৌহিদ, মুশফিকুর, আফিফা, মেহেদী, তাসকিন, হাসান, শরিফুল।

শ্রীলঙ্কার সম্ভাব্য প্রথম একাদশে থাকছে দিমুথ, পথুম, সাদিরা, চরিথ, দাসুন, ধনঞ্জয়, দূশান, মহেশ, বিনুরা, কাশুন, কুশল। ইভিএম নিউজ

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর