ব্যুরো নিউজ, ১ অক্টোবর: রেলের যাত্রী পরিষেবায় তৎপর অমর প্রকাশ দ্বিবেদী

৮৯ বর্ষে মুদিয়ালির চমক

পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অমর প্রকাশ দ্বিবেদী শনিবার হাওড়া ও বোলপুর স্টেশনগুলির মধ্যে উইন্ডো ট্রেইলিং পরিদর্শন করলেন। তাঁর সঙ্গে ছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার সহ, ট্র্যাক, টার্নআউট, নিরাপত্তা গিয়ার, ওভারহেড ইকুইপমেন্ট (OHE), সিগন্যাল ও অন্যান্য বিভাগের প্রধানরা।

জেনারেল ম্যানেজার যাত্রীদের আরও উন্নত সুযোগ-সুবিধা প্রদানের জন্য সকল উন্নয়নমূলক কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে পরামর্শ দেন। বিভিন্ন সুযোগ-সুবিধা এবং নিরাপত্তার দিকগুলির অবস্থানও তিনি  খতিয়ে দেখেন।স্টেশন মাস্টারের কক্ষ, অপারেটিং প্যানেল রুম, স্টেশন কনকোর্স এটসি পরিদর্শন করেন।  কর্তব্যরত কর্মীদের সাথেও তিনি  মতবিনিময় করেন। তিনি বোলপুরে গীতাঞ্জলি রেল যাদুঘর পরিদর্শন করেন। ইভিএম নিউজ 

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর

বিশ্ব জুড়ে

গুরুত্বপূর্ণ খবর