টি-২0টি বিশ্বকাপের পরেই বিরাট কোহলি এবং অধিনায়ক রোহিত শর্মা ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট থেকে সরে যাওয়ার একটা আলোচনা উঠে এসেছিলো। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে দশ উইকেটে হারার পর তাঁরা হয়তো দেওয়াল লিখনটা পড়তে পাচ্ছিলেন। প্রাক্তনদের অনেকেই আওয়াজ তুলেছিলেন কোহলি , রোহিতরা আর বিশ্ব কাপ জেতাতে পারবেন না। চাই তরুণ রক্ত। সেই পথ ধরেই বিশ্বকাপের দলে থাকা হার্দিক পান্ডিয়া , সূর্য কুমার যাদব , অক্ষর প্যাটেল ও আর্শদীপ সিং ছাড়া আর কেউই চলতি ভারত – শ্রীলংকার টি – ২০ টোয়েন্টি সিরিজের দলে নেই। এই প্রসঙ্গে, খুব তাৎপর্যপূর্ণভাবে হেড কোচ রাহুল দ্রাবিড় বলেন, আগামী কয়েক বছরের রূপরেখাকে সামনে রেখেই এমন দল তৈরি হয়েছে। তাহলে কি এবার টিম ইন্ডিয়ার টি- ২০ দল থেকে রোহিত বিরাটের বিদায়ের পালা?